সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুমকি দিয়ে খালেদা জিয়া তার আসল রূপ প্রকাশ করেছেন : নাসিম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৬:৪৯ অপরাহ্ণ

Nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পবিত্র জন্মভুমি গোপালগঞ্জের নাম মুছে ফেলার হুমকি দিয়ে বেগম খালেদা জিয়া তার আসল রূপ প্রকাশ করেছেন। তারা সুযোগ পেলে তাদের প্রিয় পাকিস্তানকে খুশি করার জন্য বাংলাদেশের নামও মুছে ফেলতে দ্বিধা করবে না। তিনি ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বেতগাড়ি মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে ওইসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ১৯৭১ ও ১৯৭৫ এর ঘাতকদের আশ্রয়-প্রশ্রয় দেয়া সত্বেও অনেকে স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পাচ্ছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় শওকত আলী, রেফাজ উদ্দিন আহমেদ, খলিলুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার মধু, আব্দুল হান্নান তালুকদার, সাইদুল ইসলাম, লুৎফর রহমান মুকুল, জিয়াউর রহমান স্বাধীন, আল আমিন, আবু আসনলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মোহাম্মদ নাসিম কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে কাজীপুর ও প্রস্তাবিত মনসুরনগর উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় বক্তব্য দেন। এসময় তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার তথাকথিত আন্দোলনের নামে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি করে চলেছেন। অনেক ঢাক ঢোল পিটিয়ে তিনি সংবাদ সম্মেলন করে ’ঢাকা অভিযাত্রা’ কর্মসূচি ঘোষনা করে সারাদিন নিজ বাসার নিরাপদ আশ্রয়ে বসে থেকে রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে যাবার বাহানা করলেন। সেখানে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি কি ধরনের উগ্র আচরন করলেন, কি ভাষায় হুমকি দিলেন, তা বর্তমান উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মিডিয়ার কল্যানে দেশবাসী সরাসরি প্রত্যক্ষ করেছেন। এর আগে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা আলোচনার প্রস্তাব দিয়ে তাকে টেলিফোন করার পর দীর্ঘসময় তিনি যেসব অবান্তর ও অশালীন কথা বলেছিলেন তাও জনগন শুনেছেন। এ থেকে প্রমানিত হয়, যে কোন সময় দুর্ব্যবহার করা ও কটু কথা বলা তার স্বভাবজাত অভ্যাস। বিএনপির যুদ্ধাপরাধী মিত্র জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই তিনি নানা অযৌক্তিক অজুহাতে নির্বাচন থেকে সরে গেলেন। নির্বাচনে অংশ নিতে ব্যর্থ হয়ে তিনি এখন দায়িত্বহীন আচরন করছেন। সংবিধান বিরোধী তত্বাবধায়ক সরকারের দাবি তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করে যানবাহন ভাংচুর, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে বিরোধী দলীয় নেত্রী কি অর্জন করেছেন, তা তিনিই সবচেয়ে ভালো বলতে পারবেন। দিনের পর দিন অযৌক্তিক আন্দোলনের নামে সাধারন মানুষের জীবন তিনি দুর্বিসহ করে তুলেছেন। এখন নিরুপায় দেশবাসী প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে উপযুক্ত জবাব দেবেন। সরকার দেশবাসীর জানমালের জিম্মাদার হিসাবে দায়িত্ব পালন করছে মাত্র। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শত উষ্কানির মুখেও চরম ধৈর্য ধারন করে কর্তব্য পালন করছে।
তিনি বলেন, সাংবিধানিক প্রয়োজনেই ৫ জানুয়ারীর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, তার মাশুল তাদেরকেই দিতে হবে। দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি তা মোকাবেলায় সকল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!