সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে একটি কবরের মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল ও দু’িট ককটেল উদ্বার করেছে বিজিবি সদস্যরা। ২৯ ডিসেম্বর রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার কুশখালি গ্রাম থেকে ওইসব উদ্ধার করা হয়।
তলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জহিরউদ্দন জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল ৯টার দিকে কুশখালি ইউপি চেয়ারমান বিএম আবু রায়হানের বাড়ির পাশে একটি কবরস্থানে অভিযান চালান। এ সময় ওই কবর থেকে একটি বিদেশী তৈরি পিস্তল ও দু’টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বিশ্বাস জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
