নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশ লিয়াকত হোসেন নামের এক ট্রাক হেলপারের লাশ উদ্ধার করেছে। ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর উপাজেলার শিকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি নড়াইল জেলা সদরের বুনোগাতি গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে নড়াইল জেলা সদরের ট্রাক হেলপার লিয়াকত হোসেনকে (৩৫) মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সীমান্ত থেকে ট্রাকে গরু নিয়ে যাওয়ার সময় গাছের ডালে ধাক্কা খেয়ে বা শীতে সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। সে শিকড়ি গ্রামে জনৈক আলাউদ্দিনের বাড়িতে ঘরজামাই হিসেবে থাকত। সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকেল ৫টার দিকে নিহতের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।