নজরুল ইসলাম তালা, সাতক্ষীরা : সাতক্ষীরার শিকড়ী গ্রামে রাস্তার ধারে পড়ে থাকা লিয়াকত আলী নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। ৩০ ডিসেম্বর সোমবার সকালে নিহতের স্বজনরা তার লাশ বাড়ীতে নিয়ে যায়। তিনি শিকড়ী গ্রামের আলাউদ্দীন আলীর মেয়ে জামাই।
কুশখালী ইউপি চেয়ারম্যান রাহান বিশ্বাস জানান, লিয়াকাত তার শ্বশুর বাড়ীতে থাকতেন। তিনি একজন গরু ব্যবসায়ী। তিনি আরও জানান, আমি শুনেছি, রাববার সন্ধ্যায় তিনি কদমতলা এলাকা থেকে ট্রাকে করে বাড়ী ফিরছিলেন। তার মাথায় থেতলে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে। এ বিষয়ে সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।