স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা থেকে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে সীমান্তের হলদিবাটা এলাকার খোলামাঠ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, সোমবার সকালে ওই অজ্ঞাত যুবতীর লাশ দেখতে পায় সীমান্তের হলদিবাটা এলাকার লোকজন। খবর পেয়ে এএসপি শাহজাহান ও থানার ওসি গোলাম হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। উদ্ধারকৃত যুবতীর লাশের মুখমন্ডল অগ্নিদগ্ধ দেখা যায়। তার বয়স আনুমানিক ২০/২২ বছর হবে। ধারণা করা হচ্ছে, দূরের কোন এলাকা থেকে কোন দুর্বৃত্ত চক্র ওই যুবতীকে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করেছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে।