স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপির সমর্থনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে স্থানীয় টাউনহলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী আতিউর রহমান আতিক এমপি।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, আ’লীগের সহ-সভাপতি মোঃ খোরশেদুজ্জামান ও ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, এডভোকেট সুব্রত দে ভানু ও নাজিমুল হক নাজিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা আ’লীগ সভাপতি আমির আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, শহর আ’লীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুবলীগ সভাপতি হাবীবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ফাতেমা-তুজ-জোহরা শ্যামলী, জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ।