শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা সদরের কামারের চর উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ ডিসেম্বর রবিবার মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মেরাজ উদ্দিন, প্রধান শিক্ষক আরফান আলী, আমিনুল রশিদ খান, মোহসেনা বেগম জেরিন, মোস্তফা সরকার, আবু সাইদ আরজু, ইব্রাহিম, শাহীনুর, মীর জামান, সাংবাদিক আনোয়ার সরকার জালাল প্রমূখ।
অনুষ্ঠানের কামারচর ইউনিয়নের ১২জন মুক্তিযোদ্ধাকে ১টি করে শাড়ী, ১টি লুঙ্গি, ১টি কম্বল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক প্রত্যেকের হাতে তুলে দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উত্তরা একতা সমিতির সভাপতি মোস্তফা সরকার। শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয।