শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে খালেদা জিয়ার বাসার সামনে থেকে আটক করা হয় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৩ নারী নেতাকে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।