মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের প্রাইমারি স্কুল সাটিফিকেট (পিএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার ৯৭.৬৭ শতাংশ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া. শ্রীমঙ্গল, রাজনগর, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও মৌলভীবাজার সদরসহ ৭ উপজেলা থেকে ৩৭ হাজার ৪শ ৪৯ জন পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ৩৬ হাজার ৫শ ৮৮ জন। এর মধ্যে বালক ১৬ হাজার ৮শ ৪৯ জন এবং বালিকা ২০ হাজার ৬শ ১০ জন । জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩শ ৫৫ জন।