মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা সদরের হিজুলী গ্রামের জামায়াত নেতা আব্দুল জব্বার মেম্বরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার সকালে ঐ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্বার আমঝুপি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বর। অভিযানে থাকা সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। হরতাল ও অবরোধে সড়কের পাশের সরকারী গাছ কাটা, সরকারী কাজে বাধা দেওয়া সহ বিভিন্ন অভিযোগে পুলিশের দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।