দেবিদ্বার প্রতিনিধি : অলিকুল শিরমনি, হযরত মাওলানা সাইফুল হাফিজ সিদ্দিকী আল করাইশী, জৈনপুরী (বড় হুজুর) বলেছেন, সারা বিশ্বে মুসলমানদের উপর এখন ঝুলুম নির্যাতন চলছে। ইসলাম বিদ্বেষী অপশক্তি মুসলমান ঈমান ও আকিদা নিয়ে ছিনিমিনি খেলা চালাচ্ছে, কিন্তু এসব প্রতিহত করতে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন সকল অন্যায় ও অবিচার থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে ইসলামী সুন্নাহ মোতাবেক আমাদের সকলকে দৈনন্দিন জীবনের ভোগবিলাসিতা দূরে ঠেলে দিয়ে আল্লাহ রাসুলের পথে চলতে হবে। শুক্রবার সারা-রাত ব্যাপি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাই ঘর ইউনিয়নে বাঙ্গরী মধ্যপাড়া বাইতুল হুদা জামে মসজিদ প্রাঙ্গনে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জৈনপুরী পীর এসব কথা বলেন।
ওই ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরী মধ্যপাড়া বাইতুল হুদা জামে মসজিদের সভাপতি আব্দুল মান্নান সরকার (কামাল)। এতে ওয়াজ ফরমান ইসলামি টিভি, আরটিভি,বাংলাভিশনের আলোচক ডঃ মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি, দেবিদ্বার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতী আশরাফুল আলম ওবাইদী, দেবিদ্বার এস.এ সরকারী কলেজ মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান, আলহাজ্ব হযরত মাওলানা নূরে আলম আজমী খলিফা জৈনপূরী, দেবিদ্বার নবিয়াবাদ দাখিল মাদ্রাসা সহসুপার আলহাজ্ব হযরত মাওলানা অহিদুর রহমান প্রমুখ। ভোরে বিশ্বের সকল মুসলমানদের রহমত ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন জৈনী পুরী পীর সাহেব কেবলা। ওই দোয়া ও মাহফিল অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হয়।