সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী তানসেনকে আওয়ামী লীগের সমর্থন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৭:২৮ অপরাহ্ণ

a 30-12-13 nandigram bograনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেনকে আওয়ামী লীগ সমর্থন করেছে। ৩০ ডিসেম্বর সোমবার বিকেল ৩ টায় নন্দীগ্রাম দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, স্বপন চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, জাসদ নেতা কামরুজ্জামান, জিয়াউল হক শাহীন, যুবলীগ নেতা তপন চন্দ্র মহন্ত দুলাল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আলী রেজা মো.মারুফ বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনন্দ কুমার, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, চঞ্চল চন্দ্র প্রাং ও জাসদ ছাত্রলীগের উপজেলা সভাপতি নুরুল ইসলাম তোতা প্রমুখ। উক্ত সভায় বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেনের মশাল প্রতীকের পক্ষে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ব্যাপক প্রচারণাসহ ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার আহবান জানান। ওই সভায় মশাল প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!