ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভান্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১শ ১১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৪৬ এবং ছাত্রী ৬৫ জন। নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৬ টি করে জিপিএ-৫ পেয়ে যুগ্মভাবে উপজেলায় সেরা হয়েছে। এবারের সমাপনী পরীক্ষায় উপজেলার ১শ ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ২হাজার ৭শত ৬১ জন। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৬শ ৭১ জন উপজেলা পাসের হার ৯৯.৫৮%।