শ্যামলবাংলা ডেস্ক : অষ্টম শ্রেণির মত প্রাথমিকের শিক্ষার্থীরাও গতবারের ফলাফলকে ছাড়িয়ে গেছে। এবার পাসের হারের পাশাপশি পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯শ ৬১ জন এবং ইবতেদায়ীতে পুর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২শ ৫৩ জন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৩০ ডিসেম্বর সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ওই ফলাফল তুলে দেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সে হিসেবে এবার প্রাথমিক সমাপনীতে পাসের হার ১ শতাংশ পয়েন্টের বেশি বেড়েছে। আর ইবতেদায়ী সমাপনীতে পাসের হার বেড়েছে ৩ শতাংশ পয়েন্টের বেশি। গত বছর প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৩৩ হাজার ১শ ৪০ জন। আর ইবতেদায়ীতে ২ হাজার ৯শ ২০ জন পেয়েছিল জিপিএ-৫।
এবার প্রাথমিকে ৭৩ হাজার ৬০০টি স্কুল এবং ইবতেদায়ীতে ৭ হাজার ২২৮টি মাদ্রাসার সব পরীক্ষার্থী পাস করেছে। বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।