পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সিমেন্টের কাঁচামালবাহী ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার ভোররাতে পাবনা-সাঁথিয়া সড়কে উপজেলার উত্তর শোলাবাড়িয়া নামক স্থানে ঘন কুয়াশায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ওই দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পাবনা সদর উপজেলার শালাইপুর গ্রামের আয়নালের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের ইব্রাহিমের ছেলে নবীর উদ্দিন (৪২), একই উপজেলার মনোহরপুর গ্রামের তিজাউদ্দিনের ছেলে আঃ সালাম (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনাগামী ট্রাকটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। পরে বেড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে। ঘটনার পরে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।