পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বন্ধুর হাতে শাহাদৎ হোসেন (১৫) নামের বন্ধু খুন হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার ওই ঘটনা ঘটে। সে উপজেলার আরাজী গোপিনাথপুর গ্রামের এনামুল হক কফির উদ্দিনের ছেলে এবং সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ওই ঘটনায় থানা পুলিশ ৩জনকে আটক করেছে।
জানা যায়, রবিবার রাত সাড়ে ৭টার দিকে জদু,কামরুল ও শাহাদৎ হোসেন নামের ৩ বন্ধু মিলে গোপিনাথপুর গ্রামের আখের উদ্দিনের বাড়ীতে ইসলামী জালছা শুনতে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’বন্ধু মিলে শাহাদৎ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে আঘাত করে। গুরুতর আহত শাহাদৎ হোসেনকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা হলে থানা পুলিশ)গোপিনাথপুর গ্রামের মৃত হামিদ শেখের ছেলে আখের উদ্দিন(৪৬), একই গ্রামের নজরুলের স্ত্রী সাগরী খাতুন (৩৫), আশকার খার ছেলে রাব্বি (১৪)কে আটক করেছে ।