পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জামায়াতের ৩ নেতাকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, নাশকতার আশংকায় থানার এসআই হারুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ইসলামী ব্যাংক এলাকা থেকে বয়ারঝাপা গ্রামের ঈমান আল সরদারের পুত্র শিবিরের সাবেক পৌর সভাপতি ও বর্তমান সোলাদানা ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক এসএম ফিরোজ আহম্মেদ (২৪) এবং বিকেল ৫টার দিকে লক্ষ্মীখোলা গ্রামের আনসার আলী সরদারের পুত্র মো. শুকুর আলী (৩০) ও একই এলাকার জিল্লাব গাজীর পুত্র বাবু গাজী (২৩) কে আটক করে। নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে বারপ্র্পাত কর্মকর্তা এম মসিউর রহমান জানান।