পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ১৮ দলের কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা বি.এন.পির উদ্যোগে সোমবার উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচীর উপর এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা বি.এন.পি’র সেক্রেটারী আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, পৌর বি.এন.পির সাধারন সম্পাদক কাউন্সিলর আবু সুফিয়ান, পৌর যুব দলের সভাপতি বায়েজিদ রায়হান শাহীন সহ ১৮ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মী বৃন্দ প্রমুখ।
বক্তারা এসময় বিরোধী দলীয় নেত্রীকে বাসায় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও সরকারী দল আওয়ামীলীগের দমন পিড়নের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।