ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : সারের কৃত্রিম সংকট নিরসনে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ধামইরহাট উপজেলায় ৯টি রাসায়নিক সার ডিলার সরকারী মূল্যের চেয়ে ২শ থেকে ৩শ টাকা বেশী দরে বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাধারণ কৃষকের অভিযোগের কারণে উপজেলা কৃষি অফিসার ড. জামাল উদ্দীনে রেজিষ্টারের মাধ্যমে ডিলাদের নিধারিত ইউনিয়নের প্রকৃত কৃষদের ভোটার আইডি ও কৃষি কাজের মাধ্যমে সার বিক্রি সুপারিশ উপজেলা পরিষদের মাসিক মভায় উত্থাপন করে। উপজেলা নির্বাহী অফিসার হেমায়েদ উদ্দীনের সভাপতিতে সভায় সুপারিসটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভা ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সরকারী ভাবে নিধারিত মূল্যে প্রকৃত কৃষক সার পেলে ফসল উৎপাদন লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করেন ইউ,পি চেয়ারম্যান ও সচেতন মহল।