সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৬০০ জন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৫:৩৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৬০০ জন

গোপালপুর (টাঙ্গাইল)  প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি বছরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৬০০শত জন। আর উপজেলার পাশের হার ৯৯.৮০%।
সোমবার দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম তার অফিস কক্ষে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন। উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানান, চলতি বছরে উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪হাজার ২৪৬জন শিক্ষার্থীর মধ্যে ৪হাজার ৫৩জন অংশ গ্রহন করে। এর মধ্যে পাশ করে ৪হাজার ৪৫জন। জিপিএ-৫ পেয়েছে ৫৮৮জন। পাশের হার ৯৯.৮০%।
অপর দিকে উপজেলার ২৬টি এবতেদায়ী মাদরাসা হতে মোট ৬১০জন শিক্ষার্থীর মধ্যে ৫২৭জন অংশ গ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ৫২৫জন। জিপিএ-৫ পেয়েছে ১২জন। পাশের হার ৯৯.৬২%।
উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ আরো জানান, ‘২০১১সালের ২০ ফেব্রæয়ারি মাসে তিনি এ উপজেলায় যোগদান করেন। বিগত ২০১০ সালে পাশের হার ছিল ৮৬.৮১%, ২০১১ সালে তা উন্নীত হয়ে ৯৮.৫৪% গত বছর ৯৯.৩৭% এবং চলতি বছরে তার ৯৯.৮০% এ দাড়িয়েছে। শিক্ষার্থীদের অধ্যাবসায় ও কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ও উপজেলা শিক্ষা বিভাগসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের তদারকির কারণে এমন সাফল্য অর্জন হয়েছে বলে তিনি জানান। এবং এ সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এ শিক্ষা কর্মকর্তা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!