সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে জেএসসিতে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও জেডিসিতে মুক্তিরগাঁও মাদ্রাসা শীর্ষে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ২:২৮ অপরাহ্ণ
ছাতকে জেএসসিতে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও জেডিসিতে মুক্তিরগাঁও মাদ্রাসা শীর্ষে

জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ)     ছাতকে জেএসসি পরীক্ষায় দুটি কেন্দ্রে ৩৭টি বিদ্যালয়ের ৩হাজার ৩শ’ ৪০ পরীক্ষার্থী অংশ নিয়ে ৩হাজার ১শ’ ৫৯ জন শিক্ষার্থী উত্তির্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১শ’ ১০জন ছাত্র-ছাত্রী। পাশের হার শতকরা ৯৫.৬০ভাগ। এরমধ্যে ইসলামপুর উচ্চ বিদ্যালয়, শাহজালাল জুনিয়র উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সামারুননেছা উচ্চ বিদ্যালয়, আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ও হায়দরপুর উচ্চ বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। ফলাফলের ভিত্তিতে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষস্থান লাভ করেছে। বিদ্যালয়ের ১শ’ ৭৬জন শিক্ষার্থীর মধ্যে ২০টি জিপিএ-৫ সহ ১শ’ ৬৯জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৯৬.০২ভাগ। এছাড়া ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় ১শ’ ২জন শিক্ষার্থীর মধ্যে ১৩টি জিপিএ-৫ সহ ১শ’ ১জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ১৩টি, পাইগাঁও উচ্চ বিদ্যালয় ১১টি, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০টি, ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয় ৯টি, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ৮টি, গণিপুর উচ্চ বিদ্যালয় ৫টি জিপিএ-৫ লাভ করেছে। আনুজানি উচ্চ বিদ্যালয় ও মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় ৩টি করে, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, নতুনবাজার উচ্চ বিদ্যালয়, ঝিগলী উচ্চ বিদ্যালয় ২টি করে, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, একতা উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, সমতা মাধ্যমিক বিদ্যালয়, চরমহল­াবাজার উচ্চ বিদ্যালয়, শুকুরুননেছা উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সামরুন নেছা উচ্চ বিদ্যালয়, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় ও হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ৫ লাভ করেছে।
এদিকে জেডিসি পরীক্ষায় ৩টি কেন্দ্রে ২৩টি মাদ্রাসার ১হাজার ১৫জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯শ’ ৯৯জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। ৩৬জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ লাভ করে। পাশের হার শতকরা ৯৮.৪২ভাগ। জামেয়া মুহাম্মদীয়া মুক্তিরগাঁও দাখিল মাদ্রাসা ১১টি জিপিএ-৫সহ শতভাগ ফলাফল অর্জন করে শীর্ষস্থানে রয়েছে। ৫৬জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তির্ণ হয়েছে। কালারুকা দাখিল মাদ্রাসা, শাহসূফিনগর দাখিল মাদ্রাসা, সিংচাপইড় আলিম মাদ্রাসা, এসপিপিএম দাখিল মাদ্রাসা, কুমারকান্দি দাখিল মাদ্রাসা, নতুনবাজার দাখিল মাদ্রাসা, রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা ও দিঘলী রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। বুরাইয়া কামিল মাদ্রাসা ৮টি, কালারুকা দাখিল মাদ্রাসা ৫টি, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা ৫টি, দোলারবাজার দাখিল মাদ্রাসা ২টি, গাবুরগাঁও দাখিল মাদ্রাসা, শাহ সুফিনগর দাখিল মাদ্রাসা, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা, লাকেশ্বর দাখিল মাদ্রাসা ও গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র মাদ্রাসা ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। পাশের হার বিবেচনায় জেএসসি থেকে জেডিসি’র শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান জানান, ফলাফলের এ ধারা অব্যাহত রাখা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!