এম এ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) : প্রকৃতিতে শীত নামার সাথে সাথেই যেসব পাখ-পাখালীর কলকাকলীতে মুখর থাকতো গ্রাম-বাংলার নদী-নালা, খাল-বিল ও পুকুর-জলাশয় সেসব পাখির অধিকাংশ আজ আর গ্রাম-বাংলায় চোখেই পড়ে না। নিকট অতীতেও এ সময় পাখিদের দেখা যেত নওগাঁর মহাদেবপুরসহ গ্রাম-বাংলার প্রকৃতি মাতিয়ে রাখতে। কিন্তু এখন গ্রামের পর গ্রাম ঘুরেও দেখা মেলেনা প্রকৃতি মাতানো সেইসব পাখি। এদের দেখা মেলে এখন কালে-ভদ্রে। আজ নানা কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে পাখি।
প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের বন্ধু নানান পাখি প্রকৃতি থেকে হারিয়ে যাওয়ার কারণগুলোর মধ্যে এদের রক্ষার কোন উদ্যোগ না থাকাটা অন্যতম। এছাড়াও এদের নিরাপদ বাসস্থান ও খাদ্য মজুদ এলাকাগুলো নির্বিচারে নষ্ট করে ফেলা এবং শিকারীদের অপতৎপরতার কারণে হারিয়ে যাচ্ছে নানান চেনা-অচেনা পাখি।
আগে গ্রামাঞ্চলে প্রচুর বনজঙ্গল, গাছপালা, খাল-বিল, নালা এবং পুকুর-জলাশয় ছিল। ছিল প্রবাহমান নদী। পাখিগুলো এসব বনজঙ্গল ও গাছপালায় নিরাপদে বাসা বেঁধে খাল-বিল, নালা ও পুকুর-জলাশয় থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে প্রকৃতি মাতিয়ে রাখতো। কিন্তুু মানুষজন নির্বিচারে কেটে চলেছে বনজঙ্গল ও গাছপালা। ভরাট করছে খাল-বিল ও পুকুর-জলাশয়। স্থানীয় নদীগুলোও হারিয়ে ফেলেছে তার প্রবাহ। এসব কারণে এখন আর চোখে পড়েনা পাখিদের মুক্ত আকাশে সাড়িবদ্ধ উড়ে চলা এবং ভোর সময়ে বিচিত্র রকমের কিচির-মিচির শব্দ। প্রকৃতির বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে হারিয়ে যেতে বসা পাখিদের রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরী বলে মনে করছেন সচেতন মহল।