ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসীল বাতিল ও শীর্ষ নেতাকর্মীদের মুক্তির দাবী এবং “মার্চ ফর ডেমেক্রেসি” তে বাধার প্রতিবাদে ১৮ দলের ডাকা সারাদেশে অনিদৃষ্ট কলের সড়ক নৌ ও রেল পথের অবরোধের সময় সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে রাস্তা অবরোধ করে সমাবেশ করা হয়। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খান আফজাল হোসেন, শেখ আতিয়ার রহমান, শেখ ফরহাদ হোসেন, শেখ জয়নাল আবেদিন, মোল্যা আবুল কালাম, হাফেজ মতিয়ার রহমান, হাফেজ খলিলুর রহমান, শেখ সোহরাব, শফি খান, গাজী আব্দুর রব, রবি খান, শেখ মুনসুর, সরদার জাহাঙ্গির আলম, সরোয়ার মোড়ল, হায়দার আলী খান, শেখ হাবিবুর, আব্দুল খালেক, লিটন শেখ, সুলতান গাজী, সোহাগ খান, হাফিজুর রহমান বাগাতী, মোজাফ্ফার শেখ, অরুন মন্ডল, হাবুল খান, মনিরুল ইসলাম, বাবু গাজী, অরুন মন্ডল, আসলাম খান, জাফর সরদার, অমিত হাসান, হাদিউজ্জামান, আশরাফুল, জাহাতাপ হোসেন, রাসেল শেখ, খোকন মোড়ল প্রমুখ। সভাশেষে একটি মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে।