কেশবপুর (যশোর) প্রতিনিধি, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনএফ প্রার্থী প্রশান্ত কুমার বিশ্বাস রবিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। দারিদ্রমুক্ত আধুনিক কেশবপুর গড়ে তোলার জন্য তিনি কেশবপুর বাসির কাছে টেলিভিশন প্রতীকে ভোট চেয়েছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে এই প্রথম কোন খ্রিষ্ঠান ধর্মাবলম্বী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। কেশবপুরে তার সাড়ে ৩ হাজার দলীয় লোক রয়েছে। সংবিধানের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষায় তিনি প্রার্থী হয়েছেন। তাছাড়া তার এ দল নতুন, তাই গণসংযোগের মাধ্যমে ১৪৪ গ্রামে কমিটি করা হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনএফ নেতা আব্দুল আলিম, বাদল বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সভাপতি আশরাফুজ্জামান খান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক মোতাহার হোসাইন, নূরুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী, শামসুর রহমান, জাহিদ আবেদীন বাবুসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।