মোঃ খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২০১৩ সনের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় মোট ৬৬১৯ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৫৫৭ জন। পাসের হার ৯৯.০৬। এছাড়া ইবতেদায়ীতে শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৭০৩ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৪৩ জন। পাসের হার ৯১.৪৫।
কুলাউড়া শিক্ষা অফিস সূত্রের জানা যায়, গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। ফলাফল অনুযায়ী প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৬৬১৯ জন পরীক্ষার্থীর মধ্যে বালক ২৯৭৩ জন ও বালিকা ৩৬৪৬ জন অংশ গ্রহণ করে। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪০ জন।এর মধ্যে বালক ১১৯ জন ও বালিকা ১২১ জন। এ গ্রেড পেয়েছে ১৬৮১ জন, এর মধ্যে বালক ৭৩৪ জন ও বালিকা ৯৪৭ জন । এ- পেয়েছে ১১১০ জন এর মধ্যে ৪৬২ জন বালক ও ৬৪৮ জন বালিকা। বি গ্রেড পেয়েছে ১২১৩ জন এর মধ্যে ৫৪৩ জন বালক ও ৬৭০ জন বালিকা। সি গ্রেড পেয়েছে ১৭৬৫ জন এর মধ্যে ৮২১ জন বালক ও ৯৪৪ জন বালিকা। ডি গ্রেড পেয়েছে ৫৪৮ জন এর মধ্যে বালক ২৬৫ জন ও বালিকা ২৮৩ জন । অকৃতকার্য হয়েছে মাত্র ৬২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২১৮ জন।
কুলাউড়া পৌর শহরের বি এইচ সর: প্রাথমিক বিদ্যালয়ে ৩২টি জিপিএ ৫ সহ শতভাগ পেয়ে প্রথম হয়েছে, রাবেয়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৮টি জিপিএ ৫ সহ শতভাগ পেয়ে দ্বিতীয় হয়েছে, আমীর ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০টি জিপিএ ৫ সহ শতভাগ পেয়েছে এবং জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করেছে পেয়েছে।
এদিকে ইবতেদায়ীতে এবারের সমাপনী পরীক্ষায় ৭০৩ জন অংশ গ্রহণ করে এর মধ্যে বালক ৩৬৮ জন ও বালিকা ৩৩৫ জন। ইবতেদায়ী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে শুধু ৫ জন বালিকা। এ গ্রেড পেয়েছে ৭৪ জন এরমধ্যে ৩৮ জন বালক ও ৩৬ জন বালিকা । এ- গ্রেড পেয়েছে মোট ৬৪ জন এর মধ্যে ৩২ জন বালক ও ৩২ বালিকা। বি গ্রেড পেয়েছে মোট ৯৭ জন এর মধ্যে ৫৪ জন বালক ও ৪৩ জন বালিকা। সি গ্রেড পেয়েছে মোট ২১০ জন এরমধ্যে ৯৯ জন বালক ও ১১১ জন বালিকা। ডি গ্রেড পেয়েছে মোট ১৯৩ জন এরমধ্যে ১১৫ জন বালক ও ৭৮ জন বালিকা। অকৃতকার্য হয়েছে ৬০ জন। এছাড়াও পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৮ জন।
এ ব্যাপারে কুলাউড়া শিক্ষা কর্মকর্তা মো: শরীফ উল ইসলাম জানান, এবারের পিএসসি পরীক্ষায় পাশের হার ভাল, অধিকাংশ স্কুল শতভাগ পাশ করেছে। তবে উপজেলার প্রতিটি বিদ্যালয় আগামীতে আরো মান সম্মত ফলাফল করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।