কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে কালীগঞ্জ উপজেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় (কেজি) এর মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা শিক্ষা অফিস ও কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি জালাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, ইউআরসি ইনিস্ট্রাক্টর তরিকুল ইসলাম সেগুন, সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেন প্রমুখ।