মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০১৩ সনের প্রাথমিক প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী ৫২১১ জনের মধ্যে পাশ করেছে মোট ৫১৯৬ জন। পাশের হার ৯৯.৭১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন। অপরদিকে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯৪ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ২৫২ জন। পাশের হার ৯২.০২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। কমলগঞ্জ শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ কমলগঞ্জ উপজেলার মধ্যে সেরা হয়েছে। এ কলেজে মোট ১১৮ জন পরীক্ষার্থী সবাই পাশ করেছে।