সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও উত্তপ্ত সুপ্রিম কোর্ট এলাকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ২:১২ অপরাহ্ণ

courtশ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট এলাকা। রবিবার সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে ৩০ ডিসেম্বর সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করার পর পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা একটি মিছিল বের করে কোর্টের প্রধান ফটকে আসেন। দুপুর ১২টার দিকে ফটকের সামনের রাস্তা দিয়ে যুব মহিলা লীগের একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে আইনজীবীদের ওপর ইট-পাটকেল ছোড়া শুরু হয়। প্রতিবাদে আইনজীবীরাও ভেতর থেকে ইট-পাটকেল ছোড়া শুরু করেন। ওইসময় সুপ্রিম কোর্টের সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে প্রধান ফটক এলাকা থেকে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। দুপুর সাড়ে ১২টার দিকে যুব মহিলা লীগের কর্মীদের সঙ্গে যোগ দেন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। পরবর্তীতে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান ফটক এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। দুপুর ১টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!