আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সোমবার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহাদুজ্জামান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আদনান বাবু, প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সার ডিলার আলহাজ্ব রফিকুল ইসলাম, নূরুল ইসলাম, চান্দু, আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় সার সংকট নেই সেই কারনে বোরো মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্ঠি যাতে না হয় সে দিকে সকল ডিলারকে আহবান জানিয়ে কৃষকদের সেবার মান আরও বৃদ্ধি করতে পরামর্শ দেয়া হয়।