সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আওয়ামীলীগ কর্মী রেজাউলের রেস্টুরেন্ট ভাংচুর করেছে স্থানীয় যুবদল কর্মী তৈয়ব আলী নেতৃত্বে ৪-৫জন। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলার বিয়াশ বাজারে এ ঘটনাটি ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রেজাউল করিম (৪২), শাহ আলম (২১), ঝরণা (৩২), রিজিয়া (৬৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মৃধা আবুল কালাম জানান, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনাটির সূত্রপাত হয়েছে। এটা রাজনৈতিক বিষয় নয়।