রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানালেন শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হেদা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৮:২৯ অপরাহ্ণ

heda.jpgএম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) : সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানালেন দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম হেদা। তিনি ২৯ ডিসেম্বর রবিবার দুপুরে শ্যামলবাংলার সাথে এক সাক্ষাতকারে ওই কথা জানান। সাক্ষাতকারকালে তিনি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে পছন্দের প্রার্থীকে বিজয়ের স্বার্থে প্রত্যেক ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা নিশ্চিত করা একান্ত প্রয়োজন, যাতে আপামর জনসাধারণ পছন্দের প্রার্থীকে নির্বিঘেœ ভোট দিয়ে সাংবিধানিক নাগরিক অধিকার নিশ্চিত করতে পারেন।  তিনি ইতোপূর্বে দলীয় প্রতীক নিয়ে একাধিকবার নির্বাচন করে বিপুল ভোট পেয়েও পরাজিত হওয়ার নজির উল্লেখ করে বলেন, এতেই প্রমাণ হয় কেবল দলীয় প্রার্থীর প্রতিই মানুষ আস্থাশীল নয়। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করায় সর্বস্তরের মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন। সেইসাথে তিনি সাবেক সাংসদ চাচা এবং চাচাতো ভাইয়ের পরিচয়ে পরিচিত না হয়ে নিজে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সকলের আশা-আকাঙ্খার প্রতিফলন ও নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি এবার নিশ্চিত বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে কোন দলে যোগ না দিয়ে তার ক্ষমতার সাধ্য অনুযায়ী জনসেবা করে যাবেন।
নির্বাচনী এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, আপন চাচা আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের নৌকার সাথে লড়াই করতে তার বিশাল কর্মী বাহিনী প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, মাইকিং প্রচারণাসহ পোষ্টার-লিফলেট ছড়িয়ে আছে শহর থেকে তৃণমূলে। তবে এ আলোচিত প্রার্থীর হিসেব এবং প্রত্যাশার কতটুকু প্রতিফল ঘটবে, তা ভোট গণনার মাধ্যমে প্রমাণিত হবে- এমন মন্তব্য সচেতন মহলের।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!