এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শেরপুরের শ্রীবরদীতে সমকামিতার সমর্থক মুরতাদ ড. ইউনুসের বিচারের দাবিতে র্যালি করেছে। ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় নিজস্ব কার্যালয় হতে ব্যানার সম্বলিত র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান রাস্তাসমূহ প্রদক্ষিণ করে সেখানেই সমাপ্ত হয়। র্যালির সম্মুখে নেতৃত্ব দেন ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম, আমিনুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মো: ফিরোজ শাহ, মৌ: শফিকুল ইসলাম, আব্দুল ওয়াহাব, মৌ: আজিজুর রহমান। র্যালীতে ফাউন্ডেশনে নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন। র্যালী শেষে মসজিদ ভিত্তিক প্রাক্ শিশু ও গণশিক্ষার প্রাক প্রাথমিক পুস্তক বিতরন করেন মনিরুজ্জামান।
গণমাধ্যম কর্মীদের কাছে নেতৃত্বদানকারী কর্মকর্তাবৃন্দ প্রতিক্রিয়ায় জানান, ড. ইউনুস সমকামিতাকে সমর্থন করে পারিবারিক জীবন ও সামাজিক বন্ধনকে ধ্বংসের পথে প্রবাহিত করছে। অবৈধ যৌনতাকে সমর্থন করে তিনি মিডিয়াতে যে বিবৃতি দিয়েছেন তা প্রতিরোধ করা দেশের ধর্মপ্রান মুসলিমদের ঈমানী দায়িত্ব। ওই জঘন্য বিবৃতিতে তিনি আল্লাহর নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দরিদ্র মানুষের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করে নোবেল পুরস্কার অর্জন ইসলামের তাহাজিব-তমুদ্দুনের পরিপন্থী। এজন্য তিনি জাতির কাছে শ্রদ্ধার পাত্র হতে পারেন না, বরং ঘৃনার পাত্র। তার বিচারের নিমিত্তে জাতি-ধর্ম, বর্ণ নিবিশেষে মুরতাদ ইউনুসের অপকর্মের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং কওমী শিক্ষা সনদের স্বীকৃতির বিরুদ্ধে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবারও অনুরোধ জানান।