স্টাফ রিপোর্টার : শেরপুরে ২৯ ডিসেম্বর রবিবারও দুরপাল্লার সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। পরিবহন মালিক ও শ্রমিকরা কেউ এ ব্যাপারে মুখ খুলতে না চাইলেও ঢাকায় ১৮ দলের গণসমাবেশ কর্মসূচীর কারণে শনিবার থেকেই সকল প্রকার দুরপাল্লার যানবাহন চলাচল করছে না। শেরপুর থেকে কোন দুরপাল্লার বাস যেমন ছাড়েনি, তেমনি এদিন কোন যানবাহনও শেরপুরে প্রবেশ করেনি।
রবিবার দুপুরে শহরের নবীনগর আন্ত:জেলা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সকল দুরপাল্লার বাস বন্ধ রয়েছে, কোন যাত্রীও নেই বাসস্ট্যান্ডে। সারি সারি বাস দাঁড়িয়ে আছে এবং মালিক-শ্রমিকরাও কেন বাস বন্ধ সে ব্যাপারে মুখ খুলতে চায়না। যাত্রী না থাকার কারণে বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকানপাটও বন্ধ দেখা যায়।