মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে তীব্র শীত জেঁকে বসতে শুরু করেছে। চরাঞ্চলের লোকজন ঢাকা পড়ছে ঘন কুয়াশায়। এই শীতে ছিন্নমুল মানুষসহ শিশু ও বৃদ্ধাদের পোহাতে হচ্ছে বাতড়ি দূর্ভোগ।
তিস্তা নদীর বিশাল চর ঘুরে জানা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ায় ছিন্নমুল মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। কর্মজীবি মানুষ অলস সময় কাঠাচ্ছে। দিনের বেলা যানবাহন গুলোতে আলো জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পর হাট বাজারে কেউ থাকতে চায়না। ফাকা হয় রাস্তা ঘাট। শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল দরিদ্র মানুষদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। উষ্ণতা পেতে অনেক কেউ খড় জালিয়ে কিংবা চায়ের দোকানের উনুনে হাত গরম করতে দেখা গেছে। শীতের তীব্রতার কারণে ঠান্ডা, কাঁশি, জ্বর, নিয়মোনিয়া, হাপানি সহ নানা অসুখ বিশুখ দেখা গেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশী। এরপরেও থেমে নেই সাধারণ মানুষের জীবন যাত্রা। সন্ধানে কর্মজীবিরা গায়ে গরম পোশাক জড়িয়ে ছুটে চলেছেন। চলতি বছর বিপনী বিতানগুলোতে শীতের কাপড়ের দাম অনেক বেশী। ব্যবসায়ীরা বলেছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশী।