যশোর প্রতিনিধি : যশোর কোতয়ালী থানা পুলিশ বিভিন্ন জামায়াত শিবিরের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৯ ছাত্র শিবিরের নেতা ও সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলা শালতা গ্রামের আকবর আলী খানের পুত্র কামরুজ্জামান খান,সিরাজ সিঙ্গা গ্রামের আবুল হোসেন ওরফে শেখ’র পুত্র মারুফ হোসেন, মনিরামপুর উপজেলা পার খাজুরা গ্রামের আব্দুর রউফের পুত্র মনিরুজ্জামান, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত আক্কাচ আলী মোল্যার পুত্র কামালা হোসেন, ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের রিয়াজ হোসেন, জেলা জামায়াত ছাত্র শিবিরের সেক্রেটারী যশোরের শার্শা উপজেলা বলিদাহ গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাইফুল্লাহ, শার্শা উপজেলার ভবানী পুর গ্রামের আব্দুল মাজেদের পুত্র ইবাদুল হক, মনিরাপুর উপজেলা ঝাঁপা গ্রামের ইয়াকুব আলীর পুত্র আশরাফুল ইসরঅম ও যশোর সদর উপজেলা বাউলিয়া গ্রামের মৃত মতলেব মোল্যার পুত্র আব্দুস সামাদ। আটককৃতদের সম্প্রতি রুপদিয়ায় বিআরটিসি বাস পুড়ানো ও বিভিন্ন মামলায় আটক দেখিয়ে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।