মেহের আমজাদ, মেহেরপুর : গত এক সপ্তাহ থেকে মেহেরপুরে হাড় কাঁপানো শীত পড়তে শুরু করেছে। প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেতে উচ্চবিত্তরা শহরের বিভিন্ন মার্কেট থেকে গরম পোশাক কিনে শীত নিবারন করলেও খেটে খাওয়া হতদরিদ্র মানুষেরা পড়েছে বিপাকে। এসব হতদরিদ্র নি¤œ আয়ের মানুষেরা শহরের বিভিন্ন মার্কেটে শীতের পোশাক কিনতে না পেরে ছুটছে ফুটপাতের পুরানো পোশকের দোকানগুলোতে। যাদের নুন আনতে পান্তা ফোরায় সেইসব হতদরিদ্র মানুষ নতুন গরম পোশাক কিনতে না পারলেও এই প্রচন্ড শীতে শীত নিবারনের জন্য বেছে নিচ্ছে পুরানো গরম পোশাক। তবে এইসব দরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্তদেরও গরম পোশাক কিনতে দেখা গেছে পুরানো পোশাকের দোকানে ভিড় জমাতে। নছিমন চালক মজিদ গতকাল শনিবার মেহেরপুর শহরে এসেছিল তার মেয়ের জন্য গরম পোশাক কেনার জন্য সাহস করে ঢুকেছিল মার্কেটে ছোট্ট মেয়েটির একটি গোলাপি অথবা লাল টুকটুকে ছোয়েটার কেনার জন্য কিন্তু দাম শুনে তার শীতের পোাশাক নেওয়া হয়নি। তাইতো পুরাতন কাপোড়ের দোকানে খুজছেন তার আট বছরের ছোট্ট মেয়েটির জন্য গরম পোশাক। এদিকে দরিদ্র চাষি ফজলু গতকাল এসেছিলেন প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেতে ছেলেমেয়ের জন্য গরম পোশাক কিনতে শহরের কোর্ট মোড় থেকে শুরু করে বড় বাজার, হোটেল বাজার সহ বিভিন্ন পুরানো পোশাকের দোকানে ঘুরে ফিরে ৪শ’ টাকা পুঁজি নিয়ে দুই ছেলে-মেয়ের গরম পোশাক কেনা হলেও ফজলু ও তার স্ত্রীর পোশাক কেনা হয় নি। তাই চাষি ফজলু ক্ষোভের সঙ্গে বললেন, পুরানো পোশাকেরও দাম বেড়েছে নতুন পোশাকের কাছে যাব কিভাবে।