মো. কামরুল হাসান, মহম্মদপুর (মাগুরা) : মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা গতকাল রবিবার বিকেলে মহম্মদপুর উপজেলার নহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন এলাকা থেকে রং-বে-রংঙের ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয় সমাবেশ স্থলে। নহাটা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন উপজেলা আ্ওয়ামীলীগ নেতা রুহুল আমীন সাখাওয়াত, নহাটা ইউনিয়ন আ’লীগ নেতা হাবিবুর রহমান, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরোজ আলী, গংগারামপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হালিম, এ্যাড. কামাল হোসেন, দীঘা ইউনিয়ন আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রানী বিশ্বাস, বালিদিয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, পলাশবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এমডি গোলজার আহমেদ, জেলা উলামালীগের সভাপতি মাওলানা শাহাদৎ হোসেন, মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইদুল শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান কে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।