ভোলা প্রতিনিধি :ভোলা থেকে বরিশাল-ঢাকা- লক্ষèীপুর সহ দেশের সকল রুটের সাথে লঞ্চ ও ফেরী যোগাযোগ বন্ধ রয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে লঞ্চ চলাচল বন্ধের কথা জানান। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে লঞ্চ চলাচলে কোন নিষেধাজ্ঞা নেই।
ভোলার এমভি বালিয়া লঞ্চের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, নাশকতার আশংকায় প্রশাসন শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা থেকে সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা জানান, এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে লিখিত বা মৌখিক কোন প্রকার নির্দেশনা প্রদান করা হয়নি। এদিকে ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর রুটেও ফেরী চলাচল বন্ধ রয়েছে।