রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিলাইছড়িতে ভোটাধিকার নিশ্চিতকরণে কর্মশালা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৪:৪৩ অপরাহ্ণ

Belaichari p-b (1)বিলাইছড়ি (রাঙ্গামাটিা) প্রতিনিধি : নির্বাচন প্রক্রিয়ায় সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৮ ডিসেম্বর শনিবার বিলাইছড়ি উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। ইউএনডিপি’র অর্থায়নে এনজিও সংস্থা সিআইপিডি কর্তৃক আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম। সিআইপিডি’র কোঅর্ডিনেটর সুভাষ বসু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা। কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান অমর কুমার তঞ্চঙ্গ্যা,নারী ভাইস চেয়ারম্যান মিস মিনা চাকমা,ইউপি চেয়ারম্যান অমরজীব চাকমা, প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদার, হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ এনজিও কর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি ও হেডম্যান-কার্বারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,গণতান্ত্রিক ¯্রােতধারাকে প্রতিহত করার লক্ষ্যে নির্বাচনে অপশক্তি সক্রিয় হয়।  সকল প্রতিকুলতা ও প্রতিবন্ধকতার মধ্যে গণসচেতনতা জাগ্রত করে ৫ জানুয়ারী নির্বিঘেœ ভোট প্রদানের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্নের নিমিত্তে ভোধিকার প্রয়োগ করা সকল ভোটারের নাগরিক দায়িত্ব। আইডি কার্ড না থাকলেও এক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকলে ভোট দেয়া যাবে। তিনি আরও বলেন,জনগণের সহযোগিতা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । তাই নির্বাচনে সহযোগিতা প্রদানের জন্য তিনি সকল জনসাধারণের প্রতি আহবান জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!