শ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে কার্যত অবরুদ্ধ রয়েছে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়। ওই এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত: ১০ জনকে।
জানা গেছে, সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ের সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ। আশপাশের দোকান-পাটও রয়েছে বন্ধ। কার্যালয়ে যাওয়ার সব মোড়েই বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপরও সেখানে প্রবেশের চেষ্টা করছে ১৮ দলের কর্মীরা।