আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ইউএনও এবং পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মদ সেবন, জুয়া খেলার সরঞ্জাম ও মোটর সাইকেলসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
পুলিশ জানান গত শনিবার দিবাগত রাতে আদমদীঘির সুপুরিয়ার একটি বাসায় জুয়া খেলার সময় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাসা থেকে জুয়া খেলার সরঞ্জাম নগদ ৩৯০৭ টাকা, ২ ডজন তাস, ৫টি মোটর সাইকেল, মদের বোতল, কাঠের বাক্্র সহ ৭ জুয়ারুকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে উপজেলার শালগ্রামের নছিবে সুলতানের পুত্র এজানুর রহমান জেবাকে ১ বছর, জিনইর গ্রামের কছিম উদ্দীনের পুত্র জামাল উদ্দীনকে ৬ মাস, মথ প্রামানিকের পুত্র আব্দুস ছাত্তারকে ১৫ দিন, মুরাদপুর গ্রামের আমজাদ হোসেনের পুত্র বজলুর রশিদ বাবলুকে ৬ মাস, শিয়ালশন গ্রামের আব্দুল হামিদের পুত্র আফজাল হোসেনকে ৯ মাস. সান্তাহার লোকো কলোনীর আব্দুল হাকিমের পুত্র শহিদুল ইসলামকে ৩ মাস ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভানুরকান্দা গ্রামের আজিমুদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুছকে ৩ মাস ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া মদ সেবনের দায়ে উপজেলার বড় আখিড়া গ্রামের আলেফ উদ্দীনের পুত্র আনোয়ার হোসেন ও আজিজারের পুত্র রিপনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।