পাবনা প্রতিনিধি : বারবার শতভাগ সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ইসলামিয়া মাদরাসা এবারও শতভাগ সাফল্যসহ দেশের ৭ম স্থান অধিকার করেছে। এবার মাদরাসা থেকে ১শ ৮ জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করে ১শ ৮ জনই কৃতিত্ব অর্জন করেছে। এদের মধ্যে ৭২ জন পেয়েছে এ প্লাস। ৩৫ জন পেয়েছে এ গ্রেড এবং ১ জন শিক্ষার্থী পেয়েছে এ মাইনাস। ফলাফলে বোর্ডে মাদরসাটি সেরা দশের মধ্যে ৭ম স্থান অধিকার করেছে এবং রাজশাহী ও রংপুর বিভাগে জায়গা করে নিয়েছে ১ম স্থানে।
এ সাফল্যে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষকদের আন্তরিকতা ও ছাত্রদের অক্লান্ত চেষ্টার কারনেই ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। শুধু তাই নয় শিক্ষার্থীদের অভিভাবকদেরকে আমরা নিয়মিত তাদের সন্তানের লেখাপড়া কেমন হচ্ছে তা শ্রেণী শিক্ষকের মাধ্যমে অবগত করা হয়। সেই সাথে কোন শিক্ষার্থীকে অনুপস্থিত দেখলে শ্রেণী শিক্ষকের মাধ্যমে অভিভাবকদের জানিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়। যার ফলে মাদরাসাটি প্রতি বছরই ভাল ফলাফল বয়ে আনতে সক্ষম হচ্ছে।