রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনা ইসলামিয়া মাদরাসা জেডিসি পরীক্ষায় শতভাগ সাফল্যসহ দেশের ৭ম স্থানে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৭:৫১ অপরাহ্ণ

pabna islamia madrsa jdc picপাবনা প্রতিনিধি : বারবার শতভাগ সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ইসলামিয়া মাদরাসা এবারও শতভাগ সাফল্যসহ দেশের ৭ম স্থান অধিকার করেছে। এবার মাদরাসা থেকে ১শ ৮ জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করে ১শ ৮ জনই কৃতিত্ব অর্জন করেছে। এদের মধ্যে ৭২ জন পেয়েছে এ প্লাস। ৩৫ জন পেয়েছে এ গ্রেড এবং ১ জন শিক্ষার্থী পেয়েছে এ মাইনাস। ফলাফলে বোর্ডে মাদরসাটি সেরা দশের মধ্যে ৭ম স্থান অধিকার করেছে এবং রাজশাহী ও রংপুর বিভাগে জায়গা করে নিয়েছে ১ম স্থানে।
এ সাফল্যে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষকদের আন্তরিকতা ও ছাত্রদের অক্লান্ত চেষ্টার কারনেই ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। শুধু তাই নয় শিক্ষার্থীদের অভিভাবকদেরকে আমরা নিয়মিত তাদের সন্তানের লেখাপড়া কেমন হচ্ছে তা শ্রেণী শিক্ষকের মাধ্যমে অবগত করা হয়। সেই সাথে কোন শিক্ষার্থীকে অনুপস্থিত দেখলে শ্রেণী শিক্ষকের মাধ্যমে অভিভাবকদের জানিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়। যার ফলে মাদরাসাটি প্রতি বছরই ভাল ফলাফল বয়ে আনতে সক্ষম হচ্ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!