পাবনা প্রতিনিধি : পাবনায় এবারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এর মধ্যে পাবনা সরকারী বালিকা বিদ্যালয়, পাবনা ক্যাডেট কলেজ, পাবনা জিলা স্কুল, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, পাবনার স্কয়ার হাই স্কুল থেকে পাশ করেছে শতভাগ। পাবনা সরকারী বালিকা বিদ্যালয় থেকে ২৫৫ শিক্ষার্থীর মধ্যে ২২৪ জন জিপিএ -৫ পেয়েছে। এবং এই স্কুলটি রাজশাহী বোর্ডে মেধা তালিকায় ৮ম স্থান এবং পাবনা জেলায় ১ম স্থান অধিকার করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে। ক্যাডেট কলেজ বোর্ডে ১১তম স্থান এবং জেলার মধ্যে ২য় স্থান দখল করেছে। পাবনা জেলা স্কুল থেকে ২৫৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৯১ জন জিপিএ ৫ পেয়েছে। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫১ জন জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জেলায় ৪র্থ স্থান দখল করেছে। এ ছাড়া পাবনার স্কয়ার স্কুল থেকে ২৬ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫, বেড়ার আল হেরা একাডেমীর ১৩৯ পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন, ঈশ্বরদী ইক্ষু গবেষনা উ্চ্চ বিদ্যালয়ের ৫৭ পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন, পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের ৬৬ পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন, ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়ের ১৯১ পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন, পাবনা পুলিশ লাইনস জুনিয়র হাই স্কুলের ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন, কাশীনাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন এবং সাঁথিয়া ইমাম হোসেন একাডেমীর ৭১ পরীক্ষার্থীর মধ্যে ২২ জন জিপিএ-৫ পেয়েছে।