রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পল্লী চিকিৎকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৯:০১ অপরাহ্ণ

sherpur disজাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে  পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শাকিবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নালিতাবাড়ী  উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকার সাইফুল ইসলাম এর কন্যা। ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেল ৪ টার দিকে  শাকিবার শরীরে প্রচন্ড জ্বরে অসুস্থ্য হয়ে পড়লে ওই শিশুর পিতা সাইফুল ইসলাম তাকে স্থানীয় নন্নীবাজারে পল্লী চিকিৎসক ডি এম  ফিরোজ চৌধুরীর নিকট নিয়ে যায়। ওই পল্লী চিকিৎসক তাকে পরপর ৪ টি  ইনজেকশন পুশ করে  প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে যেতে বলে। তার বাবা ডাক্তারের কথামত বাড়ীতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর শিশুটির  নাক-মুখ দিয়ে প্রচন্ড  রক্ত বের হয়ে মূহুর্তের  মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ওই পল্লী চিকিৎসকের দোকান ও বাড়ী ঘেরাও করে। টের পেয়ে এর আগেই পল্লী চিকিৎসক দোকান থেকে সটকে পড়ে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় তাদের শিশুর মুত্যু হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে  জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পল্লী চিকিৎসকের লাইসেন্স থাকলেও ডিএম  ফিরোজের কোন লাইসেন্স নেই। মূলত: সে একজন হাতুড়ে ডাক্তার। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!