রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে সার পাচাররোধে কঠোর পদক্ষেপ গ্রহণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৭:১৯ অপরাহ্ণ

Naogaon-mapধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাট উপজেলায় রাসায়নিক সার চড়ামূল্যে বিক্রি ও অন্যত্র পাচার রোধে উপজেলা কৃষি কর্মকর্তা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। উপজেলা কৃষি দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গম-আলু, সরিষা ইত্যদিসহ মোট প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে রবিশষ্য চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বর্তমান রাজনৈতিক অস্থিরতাও গাড়ী ভাড়া বৃদ্ধি, সঠিক সময়ে সার না পৌছানো ইত্যাদির সুযোগে সার ডিলারদের মধ্যে কেউ কেউ উচ্চ মূল্যে  এবং ব্যক্তিগত অতিরিক্ত লাভের আশায় অন্যত্র পাচার করছে এমন আশংকায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. জামাল উদ্দিন রেজিষ্টারে লিপিবদ্ধ করে প্রত্যেক ডিলারদের নিজ নিজ ইউনিয়নের কৃষকদের নিকট তাদের নিজ নিজ কৃষি উপকরণ কার্ড ও ভোটার আইডি যাচাইপূর্ব কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিক্রির ব্যবস্থা করেন। এতে কতিপয় ডিলার অতিলাভ থেকে বঞ্চিত হয়ে অখুশী হলেও কৃষককুল এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে প্রত্যেক ডিলার ন্যায্যমূল্যে এসব সার বিক্রয় করতে বাধ্য হচ্ছে।
উপজেলা সার ও কীটনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হেনা নূর মোঃ মুসা জানান,  কৃষি কর্মকর্তার এমন উদ্যোগ কৃষকদের সঠিকমূল্যে সার পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি কর্মকর্তা ড. জামাল উদ্দিন জানান, পাচাররোধে ও কৃষকের সারের চাহিদা পূরণ করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!