ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকালে ঝালকাঠি-রাজাপুর সড়কে ওই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ সোহেল (২৮) রাজাপুরের গাজীর হাট এলাকার বাসিন্দা।
জানা যায়, কাঠালিয়া থেকে একটি যাত্রীবাহী মটর সাইকেল ঝালকাঠি যাওয়ার পথে গাবখান ব্রীজের উত্তর পাশে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে ড্রাইভার সোহেল ঘটনাস্থলেই মারা যায়। মোঃ খলিল হাওলাদার (৫৬) ও মোঃ জাফর হাওলাদার (৪৫) গুরুতর আহত হয়। আহতদের ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি কাঠালিয়া উপজেলায়। নিহত সোহেলের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে।