নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জেএসসি পরীক্ষার ফলাফলে নন্দীগ্রাম উপজেলার মধ্যে নন্দীগ্রাম পাইলট হাইস্কুল শীর্ষে রয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বেলা ২ টায় নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক শফি উদ্দিন ফলাফল প্রকাশ করেন। ওই সময় নন্দীগ্রাম পাইলট হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ আনিছুর রহমান, সদস্য আফতাব আলী, শিক্ষক নুরুল ইসলাম, গিরিশ চন্দ্র, শরিফুল ইসলাম, মাসুদ রানাসহ শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এবারের জেএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ডের পাশের হার ৮৯.৯১। নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের পাশের হার ৯৬.৬৭। নন্দীগ্রাম পাইলট হাইস্কুল থেকে ৩৪ জন এ-প্লাস লাভ করেছে। নন্দীগ্রাম পাইলট হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় ১শ ২১ জন অংশগ্রহণ করে। ওই ফলাফলে সবাই আনন্দিত।