রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্রের অভিযাত্রা ব্যর্থ : সৈয়দ আশরাফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৯:২৬ অপরাহ্ণ

ashraf_শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ঘোষিত ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি ২৯ ডিসেম্বর রবিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন।
এসময় তিনি বলেন, যারা বলেছিলেন ভয়ানক ঘটনা ঘটবে, বাংলাদেশে কিয়ামত হবে, কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কিছুই হয়নি। খালেদা জিয়ার কর্মসূচিতে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সাধারণ মানুষও অংশ নেয়নি।  সৈয়দ আশরাফ বলেন, জানমালের ক্ষতি করে কোনো দাবি আদায় করতে কেউ পারে নাই। এবারো খালেদা জিয়া পারবেন না। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ঢাকা অভিমুখী কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার প্রয়াস চালিয়ে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আগামী ৫ জানুয়ারির নির্বাচন থেকে আওয়ামী লীগ কোনভাবেই পিছু হটবে না।
কর্মসূচিতে যাওয়া নিয়ে বিরোধী দলের নেতা খালেদা জিয়া নাটক করেছেন মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, হঠাৎ করে তিনি দুপুরে বের হলেন। দেখে মনে হল যেন পার্টিতে যাচ্ছেন। ক্যামেরায় পোজ দিলেন। পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করলেন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা দেখা না করলে পরিণতি ভয়াবহ হবে বললেন। এটা কোন বিরোধী দলের নেতার কথা  হতে পারে না।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!