রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯০.৪৫ শতাংশ : ৩ বছরের তুলনায় এবার জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৩:৫৬ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা :  ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। ঘোষিত ফলাফল অনুযায়ী এবারও মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের পাশের হার ৯১ দশমিক ৬২ শতাংশ আর মেয়েদের ৮৯ দশমিক ৫৬ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ৬টি জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী, ফেনী, চাদঁপুর, লক্ষীপুর, বি-বাড়িয়া ও কুমিল্লার ১ লাখ ৯৪ হাজার ৫’শ ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৮৪ হাজার ৬৬ জন ছেলে ও ১ লাখ ১০ হাজার ৪৮৪ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ১ লাখ ৭৫ হাজার ৯’শ ৬৯ জন এর মধ্যে ৭৭ হাজার ২৩ জন ছেলে ও ৯৪ হাজার ৯৪৬ জন মেয়ে পাশ করেছে। পাশের হার ছেলে ৯১.৬২ এবং মেয়ে ৮৯.৫৬ শতাংশ। মোট পাশের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। ৬ হাজার ৬৬৫ জন ছেলে ও ৯ হাজার ৪৩০ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে। মোট জিপিএ -৫ পেয়েছে ১৬ হাজার ৯৫ জন। রোবববার কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদের ঘোষিত ফলাফল অনুযায়ী গত গত বছরের ন্যায় এবারও মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।
শিক্ষাবোর্ড সূত্রে গত ৩ বছরের তুলনায় এবার ফলাফল এগিয়ে রয়েছে। গত ২০১২ সালে ১ লাখ ৮৬ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। পাশ করেছে ১ লাখ ৭১ হাজার ৩২৮ জন। গত বছর জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৬৪ জন। ১ হাজার ৭৩৩ জন ছেলে ও ১ হাজার ৯৯০ জন মেয়ে। পাশের হার ছিল ৯১.৮৬ শতাংশ। ২০১১ সালের ১ লাখ ৯২ হাজার ৯১৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ১ লাখ ৭৬ হাজার ৩৬ জন। পাশের হার ছিল ৯১দশমিক ২৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৯৬ জন। ২০১০ সালে ১ লাখ ৫০ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাশ করেছে ১ লাখ ১০ হাজার ৮৪৭ জন। পাশের হার ছিল ৭৩ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন। গত ৩ বছরের তুলনায় এবার জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৯৫ জন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!