রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় শীর্ষ তালিকায় সেরা ২০টি স্কুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৩:৫৯ অপরাহ্ণ

SONY DSCতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ২০১৩ সালের কুমিল্লা শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৯০.৪৫ শতাংশ। শীর্ষ তালিকায় সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারের ফলাফলে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। এ বছর কুমিল্লা বোর্ডে অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৫’শ ৫০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১লাখ ৭৫ হাজার ৯’শ ৬৯জন শিক্ষার্থী। ছেলেদের পাশের হার ৯১.৬২ শতাংশ আর মেয়েদের পাশের হার ৮৯.৫৬ শতাংশ। এবার বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ হাজার ৬শ ৬৫ জন ছেলে এবং ৯শ ৪৩০ জন মেয়ে রয়েছে। মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের সেরা ২০টি স্কুলের তালিকার মধ্যে প্রথম স্থান কুমিল্লা জিলা স্কুল ৩৫২ পরীক্ষার্থী  অংশগ্রহণ করে পাশ করেছে ৩৫২ জন, ৩৪৩ জন জিপিএ -৫ পেয়েছে। পাশের হার ৯৬.২৩ শতাংশ। ২য় স্থানে রয়েছে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা বিদ্যালয় । ২৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮২জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৭২ জন। পাশের হার ৯৩.৯১ শতাংশ। ৩য় স্থানে রয়েছে কুমিল্লা মর্ডাণ হাই স্কুল।  ১ হাজার ১’শ ৯১ জন ২জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১ হাজার ১’শ ৮১ জন, জিপিএ ৫ পেয়েছে ৮৬৭ জন। পাশের হার ৯১.৬০ শতাংশ। ৪র্থ স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ৫২ পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে। ৫২ জন জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ৯১ শতাংশ। ৫ম স্থানে রয়েছে আওয়ারলেডী অব ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়। ৯১ পরীক্ষায় অংশগ্রহণ শতভাগ পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৯০ জন। পাশের হার ৯০.৬৭ শতাংশ। ৬ষ্ঠ স্থানে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। ৫২জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫১ জন। পাশের হার ৯০.৫২ শতাংশ। ৭ম ফেনী সরকারী পাইলট স্কুল। ২৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৫৭ জন পাশ করেছে। জিপিএ -৫ পেয়েছে ২০৮জন। পাশের হার ৮৯.০৪ শতাংশ। ৮ম স্থানে রয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে।  জিপিএ -৫ পেয়েছে ১৬৫ জন। পাশের হার ৮৮.৫৪ শতাংশ। ৯ম স্থানে কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ। ১২৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২৪ জন পাশ করেছে। জিপিএ -৫ পেয়েছে ১০৫ জন। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। ১০ম স্থানে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ। ৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৮১ জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। পাশের হার ৮৩.৫১ শতাংশ। ১১তম চাঁদপুর মাতৃপীঠ সরকারী গার্লস হাই স্কুল। ২৬৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ১৫৭ জন। ৮২.৩৮ শতাংশ। ১২তম কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। ৬১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬০৯ জন পাশ করে। জিপিএ -৫ পেয়েছে ২৬১ জন। পাশের হার ৮১.৯৪ শতাংশ। ১৩তম নোয়াখালী জিলা স্কুল ২৬৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন। পাশের হার ৮১.৬৬ শতাংশ। ১৪র্থ তম কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট হাই স্কুল। ২৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন। পাশের হার ৮০.৭০ শতাংশ। ১৫তম নোয়াখালী সরকারী গার্লস হাই স্কুল। ৩৪০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩৯ জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন। পাশের ৭৯.৬১ শতাংশ। ১৬তম চাঁদপুর হাসান আলী সরকারী হাই স্কুল। ২২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ১১৪ জন। পাশের ৭৯.০৪ শতাংশ। ১৭তম নোয়াখালী বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। ১৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২৯ জন পাশ করে। জিপিএ পেয়েছে ৭৫ জন। পাশের হার ৭৮.৪২ শতাংশ। ১৮তম ব্রাহ্মণবাড়িয়া আনন্দ সরকারী হাই স্কুল। ২৯৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯২ জন পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ১৩৯ জন। পাশের ৭৮.২৭ শতাংশ। ১৯তম কুমিল্লা সরকারী ল্যাবরেটরী হাই স্কুল। ২৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ১৭৩ জন। জিপিএ -৫ পেয়েছে ১৩৯ জন।  পাশের হার ৭৭.৫৫ শতাংশ। ২০তম চাঁদপুর আল আমিন একাডেমী। ৫২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন পাশ করেছে ৫১৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১৩৪ জন। পাশের হার ৭৬.৫০ শতাংশ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!